রাজশাহীতে জেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রজশাহীতে জেলা পর্যায়ে “সেলিম আল দীন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৮” অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ পাঠাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভোর হলো রাজশাহী’র আয়োজনে এবং রাজশাহী থিয়েটারের সহযোগিতায় শিশু- কিশোরদের ৪টি পর্বে বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ১ম ও ২য় স্থান অধিকারী প্রতিযোগীরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

জেলা পর্যায়ের ১ম স্থান অধিকারী ৪টি বিভাগের ৪ জন প্রতিযোগী সেপ্টেম্বরে জাতীয় নাট্যশালায় জাতীয় পর্যায়ে অংশ নিবে।

শুক্রবার প্রতিযোগিতার ফলাফল:

ক বিভাগ বিষয়: উম্মুক্ত নিয়ে ১ম: সায়ন্তনী প্রামানিক, ২য়: জান্নাতুল ফেরদৌস শ্রেয়া, ৩য়: মাহ্ফুজা আক্তার মিম।

খ বিভাগ বিষয়: তোমার দেশের নদী নিয়ে ১ম: মহিমা আক্তার, ২য়: মোসা. মাহমুদা আক্তার, ৩য়: সাদিদুল ইক্বাব ইসাম।

গ বিভাগ বিষয়: ঘুড়ী উৎসব নিয়ে ১ম: অরণী, ২য়: নাযীফা রহমান, ৩য়: খাদিজা আক্তার,

ঘ বিভাগ বিষয়: বঙ্গবন্ধুর প্রতিকৃতি ১ম: চৈতী খালকো, ২য়: কাজী তাবাসসুম মুশাররত, ৩য়: ইসরাত নবী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামার উল্লাহ সরকার।

এসময় উপস্থিত ছিলেন, গোম্ভীরা লোকনাট্যের নানা- মনোয়ারুল ইসলাম বকুল, রাজশাহী থিয়েটারের সভাপতি- নিতাই কুমার সরকার, ভোর হলো, রাজশাহীর সাধারণ সম্পাদক- রিয়াফিল হাসান, চারঘাটস্থ পদ্মা-বড়াল থিয়েটারের সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, পুঠিয়ার চন্দ্রাবতী থিয়েটারের অর্থ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।

স/অ