রাজশাহীতে জেঁকে বসছে শীত

নিজস্ব প্রতিবেদক:



রাজশাহীতে জেঁকে বসছে শীত। বেলাভর থাকছে কুয়াশা। ফলে দেখা মিলছেনা সূর্যের। শীত জেঁকে বসায় দিন দিন তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিম শীতল বাতাসে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় গরম পোশাকের বেচাকেনা বেড়ে গেছে।

কুয়াশা না থাকায় সকালে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতে। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। খড়কুটো জ্বালিয়ে অনেকটা শীত নিবারণ করছেন অসহায় এ মানুষগুলো।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় সোয়েটার, কম্বলসহ গরম পোশাকের বেচাকেনা বেড়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলন সিল্কসিটিনিউজকে জানায়, সর্বনিম্ন ১৬দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া কুয়াশা আরও চার থেকে পাঁচ দিন থাকবে।

স/আ