রাজশাহীতে ছিনতাইকারীর কবলে খোয়া গেলো শিক্ষার্থীর টাকা-মোবাইল

নিজস্ব প্রতিবেদক:

নগরীতে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা ও মোবাইল খোয়া গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কাজলা অক্ট্রয়মোড়ে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগি রাফি ইমাম (২৫)। রাফি ইমাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইলেকট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসি) বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

শিক্ষার্থী রাফি ইমাম জানায়, তিনি এই এলাকায় ভাড়া থাকেন। ঘটনাদিন রাতে বন্ধুদের সাথে তালাইমারী মোড়ে চা পান করে রুমে ফিরছিলেন। পথে কাজলা অক্ট্রীয় মোড়ে মসজিদের গলিতে অজ্ঞাত দুই ছিনতাইকারী তার পথরোধ করে গলায় ছুরি ঠেকিয়ে মানি ব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। মানিব্যাগে ছিলো নগদ ৪৫০ টাকা। আর ১৮ হাজার টাকা মূলের একটি মোবাইল ফোন ছিনিয়ে পালিয়েছে তারা।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।