রাজশাহীতে চাঁদার দাবিতে কোচিং সেন্টারে ভাঙচুর ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চাঁদার দাবিতে কোচিং সেন্টারে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদের সহযোগীরা রবিবার রাত আটটার দিকে নগরীর সোনাদীঘি মোড় এলাকায় অবস্থিত ইউনিক কোচিং সেন্টারে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ কারণে কোচিং সেন্টারের মালিকের পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের কথা রয়েছে। বলে থানার ওসি নিবারণ চন্দ্র দাস বলেন, ঘটনাটি শুনেছি তবে অভিযোগ দিয়েছে কিনা জানা নাই।

ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদের সহযোগীরা সম্প্রতি কোচিং সেন্টারের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন।

এর আগেও তারা বিভিন্নভাবে চাঁদা আদায় করেছেন ওই কোচিং সেন্টার থেকে। কিন্তু সর্বশেষ চাঁদা দিতে রাজি না হওয়াই রবিবার রাত আটটার দিকে কোচিং সেন্টারে হামলা করেন নাইমের সহযোগীরা। এ সময় তারা কোচিং সেন্টারে ব্যাপক ভাঙচুর করে।

স/আর