রাজশাহীতে রঙের ছোয়া লাগেনি অটোরিকশায়: চলছে দুই রঙের

নিজস্ব প্রতিবেদক

এক রঙের অটোরিকশা চলার কথা থাকলেও চলছে দুই রঙের। নগরীর সড়কে মেরুন ও পিত্তি রঙের অটোরিকশা চলছে। এতে অটোরিকশা চালকরা মানছে না রাজশাহী সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা। ফলে রাজশাহী নগরীর সড়কে চলছে দুই রঙের অটোরিকশা।

যদিও মাসের প্রথম সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রঙ এর অটোরিকশা চলাচলের কথা ছিলো। কিন্তু পিত্তি রঙের অটোরিকশাও সড়কে দেখা যাচ্ছে। এর ফলে সড়কে দুই রঙের অটোরিকশাই চলাচল করছে।

এর আগে গতকাল সোমবার বিকেলে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দুই রঙের অটোরিকশা চলাচলের উদ্বোধন করেন।

আজ মঙ্গলবার সকাল থেকে মেরুন রঙের অটোরিকশা চলার কথা ছিলো। তবে চালকরা বলছেন, সব ধরনের অটোরিকশা সড়কে চলাচল করছে। একে অন্যের দেখি পিত্তি রঙের অটোরিকশা সড়কে নামিয়েছেন।

 

স/আ