বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্য সাকিব খান গ্রেপ্তার

Paris
জুন ২৭, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতর নাম সাকিব খান (২২)। তিনি নগরীর সাতবাড়িয়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। সাকিব খানের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুন রাত ৮টায় জয় নামে এক যুবককে মতিহার থানার চর সাতবাড়ীয়া নামক এলাকায় একা পেয়ে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য পথরোধ করে গালিগালাজ করে।

জয় প্রতিবাদ করলে সাকিব ও তার সহযোগিরা তাকে দেশীয় ধরালো অস্ত্র দিয়েএলোপাতাড়ী কুপিয়ে জখম করে। তাকে লাঠি ও বাঁশ দিয়েও মারপিট করা হয়। পরে জয়ের মা বাদি হয়ে নগরীর মতিহার থানায়একটি মামলা দায়ের করেন। মামলার পর ঘটনার সাথে জড়িত কয়েকজন গ্রেপ্তার করা হলেও সাকিব পালিয়ে যায়।

এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে। পরে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর