মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি চলছে

Paris
মার্চ ১, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পদ পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির রাজশাহী জেলা শাখা। মঙ্গলবার (০১ মার্চ) সকাল থেকে কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দরা রাজশাহী জেলা  প্রশাসকের কার্যালযের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

এদিকে, কর্মবিরতির ফলে জেলা প্রসশানে সেবা নিতে আসা সাধারণ মানুষদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এসময় আন্দোলনরত সমিতির নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে কালেক্টরেট সহকারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবি এখনও বাস্তবায়ন হয়নি। সেটি বাস্তবায়ন করতে হবে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অনুমোদন দেওয়া হয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।

আন্দোলনরতরা আরও বলেন, দ্রুত এই দাবি মানা না হলে আগামী ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিজি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুসহ সমিতির নেতৃবৃন্দ।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর