রাজশাহীতে কাঁচামরিচের কেজি ১৪০, মুরগির দামও চড়া

স্মৃতি আক্তার:

সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে বেড়েছে দিগুন। গত সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হলেও চলতি সপ্তাহে তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেড়েছে মুরগির দাম।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজশাহী সাহেব বাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দামে ২০ থেকে ৩০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন জানান, বন্যার সময় সবজির দাম বেশি হয়ে যায়। তারপরও বন্যায় কিছু জায়গা ডুবে যাওয়ায় পণ্য সরবরাহ কম তাই দামটা বেশি। তাছাড়া  বাজারে নতুন কিছু সবজি এসেছে। তাই দাম কিছুটা বেড়েছে। আমরা বেশি দিয়ে কিনে নিয়ে আসছি তাই বেশি দিয়ে বিক্রি করি তাছাড়া আমাদের লাভ হবে কিভাবে?

অন্যদিকে মুরগির বাজারে দেখা গেছে , সোনালি মুরগি ২৬০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৫০ টাকা কেজি। লাল লেয়ার ২৪০ টাকা কেজি। সাদা লেয়ার ২২০ টাকা কেজি। দেশি মুরগি ৩৫০ টাকা কেজি।

মুরগির দাম বেশি হরে হাঁসের ডিমের দামও কিছুটা কমেছে। পাতিহাঁস ৩০০ টাকা ও রাজহাঁস ৩৫০ থেকে ৩৮০ টাকা।

একাধিক মুরগি ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় বন্যার অজুহাতে কিছু শ্রেণির ব্যবসায়ী মুরগির দাম আকস্মিক বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও ডিলাদের জন্যেও এমটা হচ্ছে। আবার ঢাকার পাটিরা ঢুকছে বেশি নিয়ে যাচ্ছে। তখন আমাদের এখানে সরবরাহ কমে দামে বেশি, এতে ক্রেতারা ক্ষিপ্ত হচ্ছে। তবে সামনে মাসের দিকে দাম বাড়বে না কমে আসবে সেটা বলা যাচ্ছেনা।

ক্রেতা সালমা ইসলাম জানান, আমাদের সব সময় বেশি দিয়ে পণ্য কিনতে হয়। দিন আনা দিন খাওয়া মানুষ ক্রেতারা তো দাম বাড়তি নিয়ে কিছু না কিছু অজুহাত দিতেই থাকে এই আজ নতুন কি?

ভাটাপাড়া সবজি ক্রয় করতে আসা দিনমজুর রাশেদ জানান, আমাদের মত সাধারণ মানুষের সব সময় কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। হঠাৎ করেই সব কিছুর দাম বেড়ে যায়। বিপাকে পরি আমরা সাধারণ জনগণ। শুধু সবজি না মাছ মাংসরে দাম তাই কোনটা খাবো?

স/আ২