রাজশাহীতে ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৩০.১৭ শতাংশ

 

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহীর দুটি পিসিআর ল্যাব এ ৩৬৮ জলের নমুনা পরীক্ষা করে ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৪ জুন)  পিসিআর ল্যাবে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ দশমিক ১৭ শতাংশ করোনা শনাক্ত হলো। এছাড়া এই  পিসিআর ল্যাবে রাজশাহী জেলা ব্যতিত চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে মোট ১৯০ জনের করোনা পরীক্ষা করে ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৪ জুন) সন্ধ্যায় রাজশাহী সিভিল সার্জন অফিস থেকে পাঠানো রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

রিপোর্টে বলা হয়, সোমবার রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর মোট ৩৭১ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের (২২ দশমিক ২৩ শতাংশ) করোনা পজিটিভ এসেছে। এছাড়া নাটোরে ০৩ জনের নমুনা পরীক্ষা করে ০১ জনের (৩৩ দশমিক ৩৪ শতাংশ) পজিটিভ আসে এবং নওগাঁয় ৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪৩ জনের (৪৮ দশমিক ৮৭ শতাংশ) দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া ভ্রমণ করে আসা ৭ জনের করোনার নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এএইচ/এস