রাজশাহীতে করোনা কাড়লো আরো এক গৃহিনীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত এর গৃহিনীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আফরোজা খাতুন (৫৫)। তিনি নগরীর শালবাগান এলাকার মোকলেসুর রহমানের স্ত্রী। মৃতের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

আফরোজা রামেক হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ জুলাই) ভোরের দিকে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মিজানুর রহমান।

রামেক হাসপাতাল সূত্রে জানান যায়, ১৮ তারিখ আফরোজার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার (১৯ জুলাই) রাতে পরীক্ষার পর জানা যায় তিনি করোনা পজিটিভ।

মিজানুর রহমান জানান, তার মায়ের পূর্ব থেকেই ডায়াবেটিক ছিল। এর মাঝে হঠাৎ শ্বাসকষ্ট ও জ্বর দেখা দিলে গত ১৭ জুলাই রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার শ্বারীরিক অবস্থার আরো অবনতি হলে গতকাল রবিবার আইসিইউ ওয়ার্ডে পাঠায় চিকিৎসকরা। এরপর সোমবার ভোরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগীতায় স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফর করা হয়েছে।

স/রা