রাজশাহীতে করোনা আক্রান্ত রোগী সাড়ে চার হাজারের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ক্রমেই বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা  । আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সাড়ে চার হাজারের কাছাকাছি অবস্থানে রয়েছে করোনা রোগীর সংখ্যা। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে চার হাজার ২০২ জন। এর মধ্যে শুধু নগরীতেই আক্রান্ত হলো তিন হাজার ১০৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৭ জন। যার মধ্যে নগরীর ২০জন। নগরীতে এবং জেলায় এখন প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস থেকে রাজশাহী নগরীসহ জেলার ৯টি উপজেলার করোনা আক্রান্তের যে চিত্র ফুটে উঠেছে, তা সিল্কসিটি নিউজের পাঠকেদের জন্য তুলে ধরা হলো–

রাজশাহী সিটিকর্পোরেশন এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৮৬৯ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ৮৬৯ জন। এখন পর্যন্ত করোনা পজিটিভ  ৩১০৬জন। হোম আইসোলেশন ১২৬৯জন (তারা সকলেই করোনা পজিটিভ)মারা গেছেন ২০জন।  সুস্থ  ১৮১৭ জন। 

 বাঘায় :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৩১২ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ৩১২ জন, বর্তমানে কোয়ারেন্টাইন শূন্য করোনা পজিটিভ ১১০ জন, আইসোলেশন ৪৮ এবং মৃত্যুর সংখ্যা ১ জন। সুস্থ ৬১ জন।

 চারঘাটে:  এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১১৮ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা  ১১৮ জন এব বর্তমানে কোয়ারেন্টাইন শূন্য। এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৬। আইসোলেশনে ৬৬জন। মৃত ২ এবং সুস্থ ৬৬ জন।

পুঠিয়ায় :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৭৯, ছাড়পত্রের সংখ্যা ১৭৯ জন, করোনা পজিটিভ ১০৭ জন, সুস্থ্য ৬৮ জন আইসোলেশনে ৩৮জন।

দুর্গাপুর: এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯২, ছাড়পত্রের সংখ্যা ৯২ জন, করোনা পজিটিভি ৬৯ জন এবং আইসোলেশনে ৪০জন, সুস্থ ২৯ জন।

বাগমারায় :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৬ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৬ জন, করোনা পজিটিভ ৯৪ জন, আইসোলেশনে ৩৯  জন এবং সুস্থ্য হয়েছেন ৫৫ জন।

মোহনপুরে :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৭ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৭ জন, করোনা আক্রান্ত ১০৮ জন, আইসোলেশন ১৮ জন এবং সুস্থ্য ৫৫ জন, মারা গেছেন একজন ।

তানোরে :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৮৮ জন, ছাড়পত্রের সংখ্যা ১৮৮ জন, করোনা আক্রান্ত ১১০ জন এবং আইসোলেশনে ৪৪ জন, সুস্থ ৬৫ জন।মারা গেছেন একজন

পবায়: এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৪১ জন, ছাড়পত্রের সংখ্যা ৪১ জন, আক্রান্ত ২৬৬ জন, আইসোলেশনে ৮২ জন, সুস্থ ১৭৬ জন। মারা গেছেন ৮ জন।

গোদাগাড়ীতে :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৬২ জন, ছাড়পত্রের সংখ্যা ৬২ জন, আক্রান্ত ৯৬ জন, আইসোলেশনে ৬৩ জন। সুস্থ হয়েছেন ৩০  জন এবং মারা গেছেন ৩ জন।

স/আ.মি