রাজশাহীতে ওসির মোবাইল নম্বর ক্লোন করে কাউন্সিলর প্রার্থীদের কাছে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমানের মোবাইল নম্বর ক্লোন করে সিটি নির্বাচনে অংশ নেওয়া ওই এলাকার কাউন্সিলর প্রার্থীদের নিক থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওসি হাফিজুর রহমানকে কয়েকজন কাউন্সিলর প্রার্থী ফোন করে বিষয়টি অবগত করার পর তিনি এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন।

এতে ওসি লিখেন, ‘নির্বাচন সতর্কত: রাজপাড়া থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে প্রতারকচক্র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিকট টাকা দাবি করছে। বিষয়টি ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। নির্বাচন এলাকার জনসাধারণ ও কাউন্সিলর প্রার্থীদের উত্ত বিষয়ে সতর্ক করা হলো।

এদিকে এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি হাফিজুর রহমান বলেন, ‘প্রতারক চক্র এই ধরনের কাজ করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত এর আগে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির নম্বর ক্লোন করে একইভাবে বিভিন্ন জনপ্রতিনিধিদের নিকট চাঁদা দাবি করা হয়।

স/আর