রাজশাহীতে একদিনে সর্বোচ্চ ৯০ জনের করোনা শনাক্ত, সিটিতেই ৮৫

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে বুধবার একদিনে নগরীর সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক, কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। এ নিয়ে রাজশাহীতে আজ একদিনে সর্বোচ্চ ৯০ জনের করোনা শনাক্ত হলো। তবে এর মধ্যে কিছু রোগী আছেন বাইরের জেলা থেকে আসা। তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন থেকে করোনা নমুনা দিয়ে পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে তাদের নগরীরে মধ্যে ধরা হয়েছে। তার পরেও নগরীতে আজ সবমিলিয়ে অন্তত ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে একদিনেই।

এদিকে দুই ল্যাবের মধ্যে আজ রামেম হাসপাতাল ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা শেষে ৬২ জনের এবং রামেক ল্যাবে ১৬৬ টি নমুনা পরীক্ষা শেষে ৪৩ জনের করোনা শনাক্ত হয়। রামেক হাসপাতাল ল্যাবে শনাক্ত হওয়া সকলেই রাজশাহীর বলে উল্লেখ রয়েছে। আর রামেক ল্যাবে শনাক্ত হওয়া ৪৩ জনের মধ্যে ১৫ জন রয়েছেন নাটোরের বাসিন্দা। বাকি ২৮জন হলেন রাজশাহীর বাসিন্দা। এর মধ্যে ২৩ জনই ছিলেন নগরীর বাসিন্দা।

তবে রামেক হাসপাতাল ল্যাবে নগরীর বাইরে কারো ঠিকানা উল্লেখ নাই।

আরও পড়ুন:

৭ চিকিৎসকসহ রাজশাহীতে একদিনে ৬৯ জনের করোনা শনাক্ত