রাজশাহীতে একদিনে আরও ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৬১০

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে করোনার আক্রমণ চলছেই। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও থেমে নেই মরণব্যাধী করোনার আক্রমণ। প্রতিদিনই করোনা সংক্রমিত রোগী চিহ্নিত হচ্ছে। মাঝে কয়েদিন রোগীর সখ্যা এক-২ জনে থাকলেও এখন সেটি আবার বাড়তে শুরু করেছে।

চিকিৎসকরা বলছেন, শীতজীনত রোগ এমনিতেই এই সময়ে বৃদ্ধি পাই। এরই মধ্যে করোনার দাপট চলছেই। ফলে রোগীও বাড়ছে হাসপাতালে। আবার করোনা নিয়ে সচেতনতাও কমেছে সাধারণ মানুষের মাঝে। ফলে এই রোগটি ধিরে ধিরে আবার বাড়তে শুরু করেছে বলে মনে করছেন ভিশেষজ্ঞরা।

রাজশাহী জেলা সিভিল সার্জনের দপ্তর থেকে দেওয়া তথ্যা মতে, গতকাল রবিবার পর্যন্ত রাজশাহীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৫৬০৪ জন। সেখানে আজ সোমবার বেড়ে দাঁড়িয়েছে ৫৬১০ জন।

এর মধ্যে রাজশাহীতে মারা গেছে ৫৩ জন। এর মধ্যে শহরের বাইরে মারা গেছেন ২১ জন। বাকি ৩২ জন নগরীর বাসিন্দা।

আক্রান্তের মধ্যে শহরে আক্রান্ত দ্বিগুনেরও বেশি। এখানে মোট আক্রান্ত ৪১৭৮ জন। অথচ শহরের বাইরে নয় উপজেলা মিলে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ১৪৩২ জন।

স/আর