রাজশাহীতে ঈদঘিরে ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজি, প্রতিবাদে মারপিট, দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর ডিঙাডোবা নিমতলার মোড়ে গতকাল শুক্রবার রাতে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীদের সাথে ব্যবসায়ীদের মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনার প্রতিবাদে মোড়ের অন্তত ৫০টি দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা দাবি করেছেন ঘটনার সময় তারা পুলিশের সহায়তা পাননি।

স্থানীয় ব্যবসায়ী রুবেল হোসেন জানান, স্থানীয় চাঁদাবাজরা গত কয়েক দিন ধরে ডিঙ্গাডোবা নিমতলা মোড়ের ব্যবসায়ীদের নিকট থেকে ঈদ উপলক্ষে চাঁদাবাজি করে আসছে। তাদের অব্যাহত চাঁদা দাবির প্রেক্ষিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ নিয়ে প্রতিবাদ করায় শুক্রবার রাতে চাঁদাবাজদের সঙ্গে মারপিটের ঘটনা ঘটে। পরে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সমস্ত দোকানপাট বন্ধ করে দেন।

ব্যবসায়ী রুবেল হোসেন দাবি, করেন চাঁদা দিতে অস্বীকার ওরে ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে চাঁদাবাজির আহত হয়ে তাদের কয়েকজনকে মারপিট করে। সময় পুলিশের সহযোগিতা চাওয়া হলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি। পরে চাঁদাবাজদের গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

স/আর