রাজশাহীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অংশীজনদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোঃ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মজিদ আলী, বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো ইফতে খায়ের আলম, রাজশাহী অঞ্চলের নৌ পুলিশ সুপার দীন মোহাম্মদ, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী।

মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অলক কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা, রাজশাহী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান।

এসময় বক্তারা বলেছেন, মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়ন কার্যক্রম আরো জোরদার করতে হবে। জেলেদের কর্মস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেইসঙ্গে অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমেও ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে।

এছাড়াও কর্মশালায় দেশে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে প্রশিক্ষণ ও প্রণোদনা বৃদ্ধি , নিষিদ্ধ জাল উৎপাদন-বিপণন বন্ধ, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণকারী জেলেদের দেয়া খাদ্য সহায়তার আওতা বাড়ানো, নদীর নাব্যতা বৃদ্ধি এবং দূষন বন্ধে নানা কর্মসূচির কথা আলোচনা করা হয়।

স/অ