রাজশাহীতে আসা হলো না আইয়ুব বাচ্চু’র

নিজস্ব প্রতিবেদক:

আর রাজশাহীতে আসা হলো না বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর। আগামী ২০ অক্টোবর রাজশাহীর মুক্তিযোদ্ধা সৃতি স্টেডিয়াম মঞ্চে গান গাওয়ার কথা ছিল।

এ নিয়ে বৃহস্পতিবার মাইকে ব্যাপক প্রচার চলছে। পদ্মাপাড়ে দর্শক মাতাতে আসছেন আইয়ুব বাচ্চু। কিন্তু সে আসা পূরণ হলো না রাজশাহীবাসীর। আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় মগবাজারের নিজ বাসায় তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সকাল ৯টার সময় তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে, গুণী এই ব্যান্ড তারকার ফেসবুক প্রোফাইলে দেখা যায় ১৬ অক্টোবর রাত পৌনে বারোটায় তিনি সর্বশেষ স্ট্যাটাস দিয়েছিলেন। যেখানে তিনি লেখেন,

Hats off #Rangpur

Love to #GB

Where there are musicians,

There are music.

See you soon again #Rangpur

Love you.

You were awesome tonight ❤️।

গতকাল বুধবার (১৭ অক্টোবর) রাতেরংপুর জেলা স্কুল মাঠে  ‘শেকড়ের সন্ধানে’ নামক কনসার্ট  এলআরবি ব্যান্ড নিয়ে রংপুরে সংগীত পরিবেশন করেছেন আইয়ুব বাচ্চু।  বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় ফেরেন। ২০ অক্টোবর রাজশাহীতে আসার কথা ছিল।

স/অ