রাজশাহীতে আজকে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আজকে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। বুধবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও করোনা পজিটিভ পাওয়া যায়নি।

আজকে বিভাগের আট জেলায় কোন নতুন করে করোনা রোগীর সন্ধান পাওয়া না যাওয়ায় গতকাল মঙ্গলবার পর্যন্ত করনো রোগী যে কয়জন ছিল, সেগুলোই রয়েছে।

রামেক সূত্র মতে, ৯৪ জনের মধ্যে রামেকের ১৮ জন চিকিৎসকের রক্তের নমুনাও ছিলো। কিন্তু কারোই করোনা পজিটিভ পাওয়া যায়নি।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে বুধবার আরও

১৭৯ জনের নমুনা এসেছে। এগুলোর মধ্যে পাবনার ৪২, নাটোরের ২৬টি, চাঁপাইনবাবগঞ্জের ২৯টি, নওগাঁর ২২টি।

এছাড়া রাজশাহী জেলার সিটি- কর্পোরেশন এলাকার ২৮টি, মোহনপুরের ৪টি, পবার ৮টি, তানোরের ২টি, দুর্গাপুরের ১ টি, পুঠিয়ার ৫টি ও বাঘার ১৪ জনের নমুনা আছে। এগুলো কাল পরীক্ষা হবে।

বগুড়ার ল্যাব চালু হওয়ায় বগুড়া জয়পুরহাট ও সিরাজগঞ্জ এর নমুনা এখন থেকে ওই ল্যাবে পরীক্ষা হবে।

এদিকে রাজশাহী বিভাগের মোট ২০ জনের করোনা শনাক্ত হয়েছে গত মঙ্গলবার পর্যন্ত। রাজশাহী বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত শুধু নাটোর ছাড়া বাকি সাত জেলায় করোন সংক্রমণ দেখা দেয়। এর মধ্যে রাজশাহীর পুঠিয়া, মোহনপুর ও বাগমারায় মোট আটজনের করোনা সংক্রমণ দেখা দেয়। তবে পুঠিয়ায় করোনা সংক্রমিত রোগী রয়েছে পাঁচজন।

এর বাইরে জয়পুরহাটে আজকেসহ সংখ্যা দাঁড়ালো ৩ জন, নওগাঁয় একজন, বগুড়ায় চারজন, পাবনায় দুইজন ও সিরাজগঞ্জে একজন করে করোনার রোগী ধরা পড়ে।

স/আর