রাজশাহীতে আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো ইজতেমা

নিজস্ব প্রতিবেদক:

আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো রাজশাহীতে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা। আজ শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন, রাজধানীর বসুন্ধরা মাদ্রাসার মহাতামিম (প্রধান) মুফতি আতাউর রহমান (দাঃবাঃ)।

এরআগে ২০১৬ সালের ২০ অক্টোবর রাজশাহীতে তিনদিনের এ ইজতেমার আয়োজন করা হয়েছিল। ফলে দুই বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আঞ্চলিক ইজতেমা।

ইজতেমায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশগ্রহণ করে।  এ ইজতেমায় বিভিন্ন জেলা থেকে আসা জামাতের সংখ্যা প্রায় ২শ’টি।

রাজশাহী আঞ্চলিক ইজতেমা আয়োজক কমিটির সদস্য তুষার আহমেদ জানান, এবারের ইজতেমায় প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছে। সুন্দর পরিবেশে আখেরি মোনাজাতের মধ্যেমে ইজতেমা শেষ হয়।

 

স/আ