রাজশাহীতে আইনজীবীদের আদালত বর্জন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আইনজীবীদের আদালত বর্জন প্রত্যাহার করা হয়েছে। এনিয়ে আজ বুধবার আইনজীবীদের মৌখিক আদালত বর্জনের অবসান হলাে।

রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মােখিকভাবে বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেন রাজশাহী বার এসােসিয়েশন । বিচারক ও আইনজীবীদের মধ্যে ফলপ্রসূ আলােচনার পর আজ থেকে উক্ত আদালত দুইটিতে বিচার পরিচালনার কাজে অংশ গ্রহণ করেন আইনজীবীরা।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােঃ মেহেদী হাসান তালুকদার আজ উনিশ জন সাক্ষী এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নরুল ইসলাম মােহাম্মদ নিপু ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

দুই ম্যাজিস্ট্রেট আদালতে স্বাভাবিকভাবে কাজকর্ম ফিরে আসায় বিচারক কর্মচারী আইনজীবী ও সাধারণ মানুষের মানুষের উৎসাহ ও উদ্দীপন্য ফিরে এসেছে।

স/অ