রাজশাহীতে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ট্রাভেল ব্যাগের হাতলে থাকা স্পঞ্জ এবং আন্ডারওয়্যারে করে হেরোইন পাচারকালে এক যুবককে আটক করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা যাওয়ার সময় শিরোইল বাস টার্মিনালের একটি রেস্টুরেন্টের সামনে ফুটপাত থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মো. এমদাদুল হক (২৪)। তিনি গোদাগাড়ী থানার মৃত মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এমদাদুল হক ট্রাভেল ব্যাগের হাতলের ভেতরের স্পঞ্জ কেটে হেরোইন ঢুকিয়ে সেলাই করেন। এছাড়া তার আন্ডারওয়্যারে লুকানো অবস্থায় চার প্যাকেট হেরোইন পাওয়া যায়। যার প্রত্যেকটির ওজন ৫০ গ্রাম। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। আসামী গোদাগাড়ী হতে অভিনব কায়দায় হেরোইনগুলো ব্যাগের হাতলের ভিতরে নিয়ে যাত্রীর ছদ্মবেশে ঢাকা যাচ্ছিল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘আটক এমদাদুল মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলাটি এসআই/মোঃ নাদিম উদ্দীন এর উপর তদন্ত ভার অর্পণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলেও তিনি জানান।