রাজশাহীতে অনুষ্ঠিত হলো সিল্ক ফ্যাশন শো

নূপুর মাহমুদ:

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম সিল্ক নিয়ে ‘একটি সিল্ক সুঁতোর গল্প’ শীর্ষক ফ্যাশন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরি মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ফ্যাশন প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। ফ্যাশন প্রদর্শনীতে বাহারি ডিজাইনের রেশম পোশাক নিয়ে নিজেদেরকে উপস্থাপন করেন ফ্যাশন শিল্পীরা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি রেশমের তৈরি বিদেশি পোশাকও তুলে ধরা হয় ফ্যাশন প্রদর্শনীতে।

মারুফ হোসেন তন্ময়, সানায় রাজ, রিয়েল সাখওয়াতসহ স্থানীয় ফ্যাশন শিল্পীরা এ প্রদর্শনীতে অংশ নেয়। ফ্যাশন ডিজাইনার উত্তরা ইউনিভার্সিটি নাফিজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর মহাপরিচালক আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘একটি সিল্ক সুতোর গল্প’ ফ্যাশন প্রদর্শনী রাজশাহীতে এই প্রথম। রেশম নগরীতে রেশম শিল্পকে পুনরুদ্ধারের জন্য এমন আয়োজনকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আজকে যারা উদ্যোগ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে তাদের উদ্যোগকেও স্বাগত জানাই।

 

স/শা