জাতীয় শিক্ষানীতি প্রণয়নে ‘রাজশাহীতে অংশীজন পরামর্শ’ বিষয়ক কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শিক্ষানীতি ২০২১ প্রণয়নের লক্ষ্যে রাজশাহীতে অংশীজন পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মার্চ) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুর জলিলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জাতীয় শিক্ষানীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এএইচ/এস