রাজনীতিতে যোগ দিচ্ছেন গৌমত গম্ভীর!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একটা সময়ে খেলার মাঠে আধিপত্য বিস্তার করেছেন। খেলা থেকে অবসরে যাওয়ার পর রাজনীতিকে বেছে নিয়েছেন অনেকে। খেলার মাঠ থেকে রাজনীতিবিদ হওয়াদের অন্যতম ইমরান খান।

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এখন দেশটির প্রধানমন্ত্রী। গত শনিবার আনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন ইমরান খান।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া ইমরান খানের পথ অনুসরণ করতে যাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন খবর চাউর হয়।

ভারতের হয়ে ৫৮ ওয়ানডে, ১৪৭ টেস্ট এবং ৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২০ সেঞ্চুরিতে ১০ হাজার ৩২৪ রান সংগ্রহ করেছেন গম্ভীর।

ক্রিকেট মাঠের এ সফল তারকা এখন রাজনীতির মাঠ মাতাতে প্রস্তুত হচ্ছেন। ভারতের সাবেক তারকা ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু, মুহাম্মদ আজহারউদ্দিনের মতো গম্ভীরও রাজনীতিতে অংশ নিচ্ছেন।

সব কিছু ঠিক থাকলে দিল্লিতে আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করতে পারেন গম্ভীর। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে পরাজিত করতে আসন্ন নির্বাচনে গম্ভীরকেই প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিতে চাইছে নরেন্দ্র মোদীর দল বিজেপি।

দিল্লিতে জন্ম নেয়া গম্ভীর ঘরোয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশ দীর্ঘদিন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে শিরোপা জিতেছে কেকেআর।

শোনা যাচ্ছে, বাইশ গজের বাইরে জীবনের নয়া চ্যালেঞ্জ নিতে রাজি হয়ে যেতে পারেন গম্ভীর।

জাতীয় দলে সর্বশেষ খেলেছিলেন ২০১৬ সালে। তারপর থেকে আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছে ভারতীয় তারকা এ ব্যাটসম্যান।