রবিবার , ২০ মে ২০১৮ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজধানীতে ফ্রিজে তেলাপোকায় খাওয়া আপেল বিক্রি!

Paris
মে ২০, ২০১৮ ৮:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর ব্যস্ততম এলাকা নিউমার্কেটের পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ৯ ফাস্টফুডের দোকানকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ১০টি ফাস্টফুডের দোকানে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে ৯টিতেই নানা ক্রটি দেখতে পান। এসব দোকানে পঁচা ফ্রাইড রাইস, পঁচা মাংস, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, আম, আপেল, সস, পচা চিংড়ির সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তাদের কাছে বিক্রির জন্য এসব খাবার রাখা হয়েছিল।

দুপুর পৌনে ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমান নিউ মার্কেটের ২৫১/২৬২ ক্যাপিটাল ফাস্টফুড নামক দোকানে ঢুকেন। ফ্রিজ খুলতেই দেখতে পান তেলাপোকায় খাওয়া আপেল। এটা কী? জিজ্ঞাসা করতেই কর্মচারীদের চোখ ছানাবড়া। একই সঙ্গে দেখা যায়, দোকানটিতে ফাঙ্গাস যুক্ত কাবাব, নষ্ট চিকেন ফ্রাইড রাইস। এসব দেখে মসিউর রহমান এক কর্মচারীকে আটকের নির্দেশ দেন।

একই অবস্থা দেখা যায়, ওয়েস্টার্ন ফুড, অ্যারোমা ফুড, কিং ফুড, ক্যাপিটাল ফুড, আল-আমিন ফুড, সৈকত ফুড, ক্যাপ্রি ফুড, ফুড পার্ক নামক ফাস্টফুডের দোকানেও। পঁচা দই, ছত্রাক পড়া জালি কাবাব, পুরনো চটপটিতে ভরপুর ছিল এসব দোকান।

এসব খাবার বাইরে রাখতেই ভনভন করে মাছি উড়তে থাকে। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই দোকানগুলোর মালিকরা পালিয়ে যান।

মালিকদের না পাওয়ায় প্রত্যেক দোকানের একজন কর্মীকে আটক করে দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে এক ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, পঁচা বাসি খাবার রাখার দায়ে কিংস ফাস্ট ফুডের মো. জহিরকে ৫০ হাজার টাকা, ক্যাপ্রে ফাস্ট ফুডের মো. সোহাগকে ৫০ হাজার টাকা, পেঞ্জি জুস কর্ণারের মো. ইব্রাহিমকে ৫০ হাজার টাকা, ওয়েলকাম ফাস্ট ফুডের মো. তৌহিদুল ইসলামকে ১০ হাজার টাকা, ফুড কর্ণারের মো. মুসা বাহাদুরকে এক লক্ষ টাকা, আল-আমিন ড. ফুডের ইউনুছকে ৫০ হাজার টাকা, সৈকত ফাস্ট ফুডের মো. মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা, ক্যাপিটাল ফাস্ট ফুডের মো. রাজিবকে ৫০ হাজার টাকা ও আল জাবের ফাস্ট ফুডের ফয়সালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, জরিমানার টাকা দোকান মালিকদের পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধ না করলে ও দোকান মালিকদের পাওয়া না গেলে আট কর্মচারীর প্রত্যেককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানে ডিএমপি পুলিশের পক্ষে এসি ডিবি (দক্ষিণ) শামসুল আরেফিন ও ট্রাফিক ইন্সপেক্টর মো. গিয়াসউদ্দিন ফারুকী নেতৃত্ব দেন।

এছাড়া মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন ও কোষাধক্ষ্য মো. জুম্মন এ সময় উপস্থিত ছিলেন। নিউমার্কেটে দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিরুল ইসলাম শাহীন বলেন, দোকান মালিক সমিতির কঠোর মনিটরিং থাকার পরও যারা পঁচা-বাসি খাবার ভোক্তাদের খাওয়ায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

রোজার আগে থেকেই রাজধানীতে ভেজালবিরোধী অভিযান চালাচ্ছে ডিএমপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনও ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, পঁচা, বাসি ও ভেজাল খাবার পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

সর্বশেষ - জাতীয়