রাইস কুকারের গরম বাতাসে ঝলসে গেছে রুয়েট শিক্ষকের শরীর

নিজস্ব প্রতিবেদক:

রাইস কুকারের গরম বাতাসে ঝলসে গেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষকের শরীর। পরে আহত ওই শিক্ষককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাত ১০ টার দিকে নগরীর দেবিশিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহত শিক্ষক তারেক হাসান। তিনি রুয়েটের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তাকে রাতেই রামেক হাসপাতালের বার্ণ এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তবে রবিবার দুপুরে তাকে ছুটি দেয়া হয়।

শনিবার রাতে নগরীর দেবিশিংপাড়া এলাকায় বাড়িতে ভাত রান্না করতে গিয়ে রাইস কুকারের গরম বাতাসে তার মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

 

স/আ