রহস্যময় কুয়াশায় ঢাকল শহর কলকাতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবে বিদায় নিয়েছে বর্ষা৷ এখনও শীত আসতে অনেক বাকি৷ তবুও কার্তিক মাসের শুরুতেই রহস্যময় কুয়াশায় ছেয়ে গেলে শহর কলকাতা৷ রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলো ফুটতেই কুয়াশা দাপট শুরু৷ ঠান্ডা না পড়লেও ভোরের দিকে সল্টলেক উপনগরী হঠাৎ ঘন কুয়াশার ছেয়ে যায়৷ একধাক্কায় দৃশ্যমানতাও কমে যায় বেশ খানিকটা৷

কিন্তু, কার্তিক মাসের শুরুতেই কেন রহস্যময় কুয়াশা দেখা গেল তথ্যপ্রযুক্তি নগরীতে? এই নিয়ে এখনই কিছু জানাতে পারেনি হাওয়া অফিস৷ উপনগরী সল্টলেকে আকাশে অস্বাভাবিক কিছু উপগ্রহের ছবিতে ধরা পড়েনি বলে খবর৷ কিন্তু, কেন এই অস্বাভাবিক লক্ষণ? সল্টলেক উপনগরীর বাসিন্দাদের অনেকেই মত, বায়ুদূষণের জেরে ঘটে থাকতে পারে এমন ঘটনা৷ কেননা, বায়ু দূষণের নিরিখে কলকাতা এখন যে অবস্থায় রয়েছে, তাতে পরিস্থিতির বদল না হলে খুব শীঘ্রই দিল্লির মতো হয়ে উঠবে পশ্চিমবঙ্গের রাজধানীর পরিবেশ৷ এই ধরনের পরিস্থিতির জেরে বিশেষজ্ঞ এবং পরিবেশকর্মীরা এখন একই সঙ্গে যারপরনায় আতঙ্কিত, উদ্বিগ্ন৷ এই আতঙ্ক-উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে আবার কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে৷

কলকাতার গত দুই মাসের বায়ু দূষণের উপর ভিত্তি করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনলাইন ওই রিপোর্ট জানানো হয়েছে, গত দুই মাসের মধ্যে প্রায় দেড় মাস কলকাতার বায়ু এতটাই দূষিত ছিল, যা কোনও মতেই স্বস্তির নয়৷ ওই রিপোর্টের উপর ভিত্তি করে বিশেষজ্ঞ এবং পরিবেশকর্মীদের আশঙ্কা, পরিস্থিতির বদল না হলে কলকাতাও খুব শীঘ্রই দিল্লির মতো অবস্থায় পৌঁছে যাবে৷ কলকাতার বায়ু দূষণের বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হয়েছেন পরিবেশকর্মীরা৷ অথচ, প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে কলকাতার বায়ু দূষণের মাত্রা৷ তবে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাম্প্রতিক ওই তথ্য বলছে, গত দুই মাস অর্থাৎ, ডিসেম্বর এবং জানুয়ারির ৬২ দিনের মধ্যে ৪৩ দিন কলকাতার বায়ু দূষণের সূচক ছিল ‘খারাপ’৷ এই ৬২ দিনের মধ্যে বায়ু দূষণের মাত্রা সহনশীলতার মধ্যে ছিল মাত্র চারদিন৷ এ দিকে, অক্টোবর মাসের শেষেও কলকাতার বায়ু দূষণের পরিস্থিতির তেমন বদল হয়নি বলেও জানানো হয়েছে৷

স্বাভাবিক ভাবেই, পরিস্থিতির বদল না হলে, বায়ু দূষণের নিরিখে কলকাতার পরিস্থিতিও খুব শীঘ্রই দিল্লির মতো অবস্থায় পৌঁছে যাবে বলেই আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞ এবং পরিবেশকর্মীরা৷ তাঁরা জানিয়েছেন, গত বছর কলকাতার বায়ু দূষণের মাত্রা দিল্লির মতো খারাপ অবস্থায় ছিল না৷ যে কারণে, গত ডিসেম্বর এবং জানুয়ারি, এই দুই মাসের মধ্যে প্রায় দেড় মাস কলকাতার বায়ু দূষণের মাত্রা ‘খারাপ’থাকার বিষয়টি যথেষ্ট উদ্বেগের৷