রহনপুরে পৌরভবন ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

গোমস্তাপুর প্রতিনিধি : রহনপুর পৌরসভার নবনির্মিত ভবনের জানলার কাঁচ ভাংচুরের ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি ।

এর অংশ হিসেবে সোমবার বিকেলে পৌর সচিব খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি এ ঘটনায় জড়িত কথিত মানসিক প্রতিবন্ধী মহিলা রহনপুর ইউনিয়নের ষাড়বুরূজ গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী সুখীর বাড়ি পরিদর্শন করে তার সাক্ষ্য গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী সহ পৌর কাউন্সিলর ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের একটি দল।

এ প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র তারিক আহমেদ জানান, এর পেছনে অন্য কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।