রশিদ খান পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন না

ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে আফগানিস্তান দল এখন বাংলাদেশ সফরে। ইতোমধ্যেই গতকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খুঁইয়েছে তারা। আজ সকাল থেকেই গুঞ্জন শুরু হয়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে আফগান সুপারস্টার রশিদ খান নাকি পাকিস্তানে চলে যাচ্ছেন! এজন্য তিনি শেষ ওয়ানডে খেলবেন না।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেন রশিদ।

পাকিস্তানের কিছু গণমাধ্যম ‘জিও নিউজ’ ‘ক্রিকেট পাকিস্তান’ তার ফাইনালে খেলার সংবাদ পরিবেশন করে। তবে খোঁজ নিয়ে এই তথ্যের সত্যতা পাওয়া যায়নি। আফগান বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও তারা জানিয়েছে, রশিদ খান বাংলাদেশে জাতীয় দলের সঙ্গেই থাকছেন।

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য পিএসএল ফাইনালে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ মুলতান সুলতানস। চলতি আসরে দারুণ সফল রশিদ খান। জাদুকরী লেগ স্পিনে ৯ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। পিএসএলের জন্যই দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশে আসেননি। এসেছেন আরও পরে।

 

সূত্রঃ কালের কণ্ঠ