‘রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের তেমন কল্যাণ হবে না’

টিসিবির মাধ্যমে লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি বন্ধ করে সর্বসাধারণের নিকট ন্যায্য মূল্যে পণ্য বিক্রির দাবি জানিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।

আজ শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মাহে রমজান এসেছে। এই রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও টিসিবির ট্রাকের বিক্রয় মূল্যে সর্বসাধারণের নিকট পণ্য বিক্রির ব্যবস্থা করতে হবে।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান।

মুসলিমপ্রধান বাংলাদেশে এই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি শিক্ষার্থীদের জন্য তেমন কল্যাণ বয়ে আনবে না। এ মাসে শিক্ষার্থীদের নামাজ, রোজা ও কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করা ধর্মপ্রাণ অভিভাবকদের দাবি বলে উল্লেখ করেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ