রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন রমজান মাসে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত থাক‌বে নামাজের বিরতি।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের এই সময়সূ‌চি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ‌তে সভাপতিত্ব করেন। বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবা‌দিক‌দের এ কথা জানান।

তিনি বলেন, প্র‌তিবা‌রের ম‌তো এবারও প‌বিত্র রমজান মাস উপল‌ক্ষে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি ঠিক করে দি‌য়ে‌ছে ম‌ন্ত্রিসভা। রমজা‌নে সকল সরকারি, আধা-সরকা‌রি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অ‌ফিস সময় সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যস্ত।  দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মি‌নিট নামাজের বিরতি থাকবে।

তি‌নি বলেন, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান রমজান মাসে নিজেদের সুবিধা অনুযায়ী তাদের অফিস সূচি নির্ধারণ করব‌ে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি মা‌সের শেষ সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হবে।

সূত্র: রাইজিংবিডি