রংপুরে জুয়া খেলার অভিযোগে ৪ নারীর কারাদণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে জুয়া খেলার অভিযোগে ৪ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জুয়াড়িদের প্রত্যেককে তিন দিন করে কারাদণ্ড দেয়া হয়।

পীরগঞ্জ উপজেলা সদরের সর্দারপাড়া (শাপলাপাড়া) আছিয়া কমপ্লেক্সের সামনে এক বাসায় বুধবার রাতে স্থানীয় নারীরা তাস জুয়া (লেপ্পু, হাজারী) খেলছিলেন। এ সময় থানার এএসআই মাসুদ সরকারের নেতৃত্বে ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে মোছা. কাঞ্চন বেগম, রওশন আরা, দুলালী ও পারভীন বেগমকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জুয়াড়িদের প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন বলেন, ‘চাকরি জীবনে এই প্রথম মহিলা জুয়াড়ির কারাদণ্ড দিলাম। এটি সমাজের জন্য নৈতিক অবক্ষয়।’