যেকোনো সময় ফেসবুকের ব্যক্তিগত তথ্য-উপাত্ত হ্যাক হওয়ার ঝুঁকি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সচেতনতার অভাবে বাংলাদেশে অনেকেরই ফেইসবুক আইডি নিরাপদ নয়, যেকোনো সময় ব্যক্তিগত তথ্য-উপাত্ত হ্যাক হওয়ার ঝুঁকিতে আছে। জানিয়েছেন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম। শুক্রবার চট্টগ্রামে বিডিনগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফেইসবুক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) আয়োজিত পাঁচ দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। উপস্থিত ছিলেন বিডিনগ ট্রাস্টের চেয়ারম্যান রাশেদ আমিন, আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, বিডিনগের সাধারণ সম্পাদক বরকতুল আলম প্রমুখ। প্রকৌশলীদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য আয়োজিত এ সম্মেলনে ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ এবং ‘আইপি মাল্টিকাস্ট’ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হবে।