যুবমৈত্রীর জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহীতে মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে ৭ম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জিরোপয়েন্টে এসে শেষ হয়।

শোভাযাত্রা শুরুর পূর্বে এক সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলি লিকু।

তিনি বলেন, বাংলাদেশ যুবমৈত্রীর নেতা-কর্মীরা যুবকদের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। অতীতের মত ভাষা আন্দোলন, স্বাধীনতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবকরাই নেতৃত্ব দিয়েছে। তাই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে দাড়াতে হবে। বর্তমানে জঙ্গি সমস্যা প্রকট। তাই বাংলা ভাইয়ের মত চিরতরে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, জেলা যুবমৈত্রীর সভাপতি মনিরুদ্দিন পান্না প্রমুখ।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী মহানগর সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, জেলা সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, নগর সাংগঠনিক তৌহিদ উদ্দিন বিদ্যুত, সহসভাপতি মিজানুর রহমান টুকু, আবদুল কুদ্দুস, সহসাধারণ সম্পাদক সাওয়ারুল ইসলাম টিয়া প্রমুখ।
স/শ