যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে, পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন

সিল্কসিটি নিউজ ডেস্ক :
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটাই সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না। ২৫ ধাপ পিছিয়েছে? আমি রাষ্ট্রদূতকে (মার্কিন) জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে। সেটার জবাব আগে দিন।

বিএনপি বলছে তারা আন্দোলনের কৌশল পরিবর্তন করছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটির কী জবাব দেবো? তারা আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে গেলো, গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে এলো, এ গণআন্দোলন তো অন্তঃসারশূন্য।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে কোনো আবেদন পাবলিকের কাছে নেই। পাবলিকের কোনো সম্পৃক্ততা নেই। আর পাবলিকের কোনো সম্পৃক্ততা যে আন্দোলনে নেই, সেটা কোনো আন্দোলনই না।