যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ, ভারতে দুই

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় কোটি ৬৮ লাখ ৪৭ হাজার আটশ ৮৩ জন। তার মধ্যে মারা গেছে ১৫ লাখ ৩৪ হাজার তিনশ ৪৪ জন। বিশ্বে করোনায় মৃতের হার এখন পর্যন্ত তিন শতাংশ।

এদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজার চারশ ২৫ জন। তার মধ্যে সুস্থ হয়ে গেছে ৮৭ লাখ ৮৭ হাজার সাতশ ৩৮ জন। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছে দুই লাখ ৮৭ হাজার আটশ ২৫ জন। এখন পর্যন্ত সে দেশে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ।

করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ৪৪ হাজার পাঁচশ ২৯ জন। তার মধ্যে মারা গেছে এক লাখ ৪০ হাজার দু’শ ১৬ জন। অবশ্য এরই মধ্যে ৯০ লাখ ৯৯ হাজার নয়শ ৪৬ জন সুস্থ হয়ে গেছে সে দেশে। ভারতে করোনায় মৃতের হার দুই শতাংশ।

করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় তিনে থাকা ব্রাজিলে মৃত্যুর হার তিন শতাংশ এবং চারে থাকা রাশিয়ায় দুই শতাংশ।