যমুনায় পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:
যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলে জমিতে বন্যার পানি প্রবেশ করায় ফসলের ক্ষতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে এই বন্যা দেখা দেয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, বোহাইল, হাটশেরপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নে বন্যায় ৩ হাজার ১৮৫ কৃষক পরিবারের ৫০ হেক্টর বীজতলা, ৩শ’ ৯৫ হেক্টর রোপা আমন, ১শ হেক্টর মাসকালাই, ৫৫ হেক্টর, মরিচ ১৫ হেক্টর সবজি ফসলসহ ৬শত ১৫ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এদিকে বন্যায় যমুনার ভাঙ্গনে চালুয়াবাড়ী ইউনিয়নের ২৫০ পরিবার গৃহহীন পড়েছে। বন্যায় চরাঞ্চলের ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে।
এ ছাড়া ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত পরিবারগুলোর মাঝে ২৫ টন চাল বিতরণ ও ২শ’ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।