যমজ গরু সাড়ে ছয় লাখ টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাগেরহাটের চিতলমারীতে ‘হলিস্টেন ফ্রিজিয়ান’ জাতের যমজ গরু লাল্টু-পল্টুকে সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করা হয়েছে। খামারি গরু দুটির দাম হেঁকেছিলেন ১২ লাখ টাকা। এ মাসের শুরু থেকেই লাল্টু-পল্টু কোরবানির পশু ক্রেতাদের দৃষ্টি কেড়ে নেয়। জেলার গণ্ডি পেরিয়ে অন্য জেলার ক্রেতাদের কাছেও গরু দুটির নাম ছড়িয়ে পড়ে। অনেক দর-কষাকষির পর  গতকাল শুক্রবার দুপুরে লাল্টু-পল্টুকে সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আজমীর আলী কোরবানির জন্য গরু দুটি কিনেছেন। চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মঞ্জুরুল আলম চৌধুরীর খামারের একটি গাভি প্রায় সাড়ে তিন বছর আগে লাল্টু-পল্টুকে জন্ম দেয়। খামারের মালিক জানান, লাল্টু-পল্টুকে বিক্রির ঘোষণা দেওয়ার পরপরই বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা খামারে আসতে থাকে।