যত পুরানো, তত মূল্যবান

এখনকার এক টাকার কয়েন, যা লেনদেনের ক্ষেত্রে হয়ত কোনো কাজেই লাগে না, পাঁচশো বছর পরে অমূল্য সম্পদ। নিলামে উঠলে হয়তো দাম হবে তখন দুই-চার কোটি টাকা বা আরও বেশি। জাদুঘরে কাঁচের মধ্যে ব্যবহারের সময়কাল অত্যন্ত যত্ন সহকারে লেখা থাকবে।

বর্তমান সময়ে তৈরি একতলা বাড়ি, দুইশো বছর পরে যদি টিকে থাকে, তবে তা ঐতিহাসিক স্থান। দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করবে। টিকিট কেনার পরে হয়তো দেখার সুযোগ হবে। আরো বেশি পুরানো হলে হেরিটেজের মর্যাদা পেয়ে যেতে পারে।

আজকের তৈরি মাটির বাসন হয়তো চল্লিশ টাকায় রাস্তার পাশে বিক্রি হচ্ছে। কিন্তু একশো-দেড়শো বছর পর হয়তো ৫০ হাজার টাকায় বিক্রি হবে। অনেক পয়সাওয়ালা লোকের ড্রইংরুমে সেই মাটির বাসনটি স্থান পাবে।

রাস্তার পাশে লাগানো বটগাছটি যদি সত্তর-আশি বছর পর বেঁচে থাকে, তাহলে সেটি দেখার জন্যও অনেক মানুষ ভিড় করে।

আজকের সস্তা জিনিস, সহজ প্রাপ্য জিনিস কয়েক শত বছর পরে ঐতিহাসিক নিদর্শন। যত বেশি পুরানো, তত বেশি মূল্যবান। সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন