ময়মনসিংহ মেডিক্যালে মারা গেলেন আরো ৬ জন

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।

ছয়জনের দুইজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।

মৃতরা হলেন ময়মনসিংহের ফুলপুর আব্দুল বারেক (৬৮) ও শেরপুর ঝিনাইগাতির মো. সোলায়মান (৭৩)। আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের পূর্ণিমা (৫০), ভালুকার মেহেরুন্নেসা (৭৫), আমেনা (৮০) ফুলপুর উপজেলার তোফাজ্জল (৭০)।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব  তথ্য জানিয়েছেন।

ডা. মুন আরো জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে আইসিইউতে আটজনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১৩৭ জন রোগী ভর্তি আছেন। আর সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষায় ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭২৯ জন।

 

সূত্রঃ কালের কণ্ঠ