ম্যানচেস্টার টেস্ট: ইংল্যান্ড একাদশে রবিনসন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

সাত মাসের বেশি সময় পর ইংল্যান্ডের হয়ে আবার লাল বলে খেলতে নামার অপেক্ষায় অলি রবিনসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের একাদশে রাখা হয়েছে ২৮ বছর বয়সী পেসারকে।

প্রথম টেস্টে তিন দিনেই ইনিংস ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগের দিন বুধবার (২৪ আগস্ট) একাদশ জানিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

প্রথম টেস্টের একাদশ থেকে পরিবর্তন একটিই। আরেক পেসার ম্যাথু পটসের জায়গায় এসেছেন রবিনসন। ডানহাতি পেসার রবিনসন সবশেষ টেস্ট খেলেছেন গত জানুয়ারিতে, অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে। পিঠের চোটে অনেকটা সময় বাইরে থাকা এই বোলার দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই টেস্ট দলে ফেরেন। এবার সুযোগ পেয়ে গেলেন একাদশেও। এখন পর্যন্ত ৯ টেস্টে ২১.২৮ গড়ে রবিনসনের শিকার ৩৯ উইকেট। এই মাসের শুরুর দিকে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি নিয়েছিলেন ৫ উইকেট।

ম্যানচেস্টার টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, আলেক্স লিস, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন