শনিবার , ৭ নভেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ম্যাক্রোঁর ছবি পোড়ানোর সময় চুয়াডাঙ্গায় তিনজন অগ্নিদগ্ধ

Paris
নভেম্বর ৭, ২০২০ ১১:৪২ পূর্বাহ্ণ

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ছবি পোড়ানোর সময় চুয়াডাঙ্গায় দুই শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।

তারা হলেন, নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (০৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহয়ের ছেলে রহমতুল্লাহ (১১)।

এর মধ্যে মিলন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল ও কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে জুম্মার নামাজের পর ফ্রান্স বিরোধী বিক্ষোভের আয়োজন করে সাধারণ মুসল্লিরা। সেখানে তিনটি গ্রামের কয়েকশ মুসল্লি অংশ নেয়। বিক্ষোভ শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ছবি আগুনে পোড়ানো হয়।

এসময় আগুনে দগ্ধ হন মিলন, রাফি ও রহমতুল্লাহ। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল ও কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - জাতীয়