মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া অনুষ্ঠান

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের ২০১৭ সালে এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় ও  দোয়া  অনুষ্ঠান কলেজ চত্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভনিং বর্ডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আব্দুস সালাম পি.পি ।

 

স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫৪, (পবা-মোহনপুর-৩) আসনের এমপি আয়েন উদ্দিন।

 

তিনি বক্তব্যে বলেন,  বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আমলে দেশের আমল পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসাবে কাজ করছে। তাই  মেয়েরা কোন  কিছুতে আর পিছিয়ে নেই তারা শিক্ষিত হয়ে সমাজে উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগানোর পরার্মশ দেন।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির,উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাক্তার গৌতম কুমার পাল,অফিসার ইনর্চাজ (ওসি) এসএম মাসুদ পারভেজ, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, গভনিং বডির সদস্য খন্দকার বদিউজ্জামান বদি ,উপধাক্ষ্য জিল্লুর রহমান শাহ্ বাবল,বাকশিমইল ইউনিয়ন আ”লীগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল,যুবলীগের সভাপতি ইকবাল হোসেন।

এঝাড়া গর্ভনিং বডির সদস্য অভিভাবক শিক্ষক মন্ডলী, এলাকার সুধীজন, বিদায়ী শিক্ষার্থী নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সাইদুর রহমান।

স/অ