মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে মোহনপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন মোহনপুর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, উপজেলা প্রেসক্লাব,বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ।

দিবসটি উপলক্ষে সকল সরকারি আধা-সরকারি বেসরকারি ভবনে পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ আলোক সজ্জায় সজ্জিত করা হয়। সকালে দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়।

রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংর্বধনা দেন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম,সহকারী কমিশনার (ভূমি) মির্জা ইমাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, নুরুননবী, আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাইফুল
ইসলাম, প্রকৌশলী আহারাম আলী, অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হোসেন, ওসি তদন্ত আফজাল হোসেন, নিবার্চন কর্মকর্তা জিয়াউল হক খান ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, খাদ্য কর্মকর্তা শফিকুল হক,এজিএম রেজাউল করিম মন্ডলসহ কর্মচারী উপস্থিত ছিলেন। পরে পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স/শা