মোহনপুরে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর ব্র্যাক “মানবধিকার ও আইন সহয়তা কর্মসূচির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্র্যাক এর হল রুমে উপজেলা কমিউনিটি লিডার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম। ব্র্যাক মানবধিকার ও আইন সহয়তা কর্মসূচি ৩১ বছরের পথচলা বাল্য বিবাহ প্রতিরোধ,বিবাহ, তালাক/বিচ্ছেদ রেজিস্টেশন এবং স্বামী স্ত্রী পৃথক বসবাস, ভূমি সংক্রান্ত, অধিকার ও সম্পদের সকলের প্রবেশগম্যতা, ফতোয়া, মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার প্রতিরোধে ভূমিকা,এসিড নিক্ষেপ, ধর্ষন, নারী ও শিশু পাচার উপর বক্তব্য দেন ব্র্যাকের প্রশিক্ষক এস এম বাহাউদ্দিন রুমি।

 

এ সময় উপস্থিত ছিলেন মানবধিকার ও আইন সহয়তার কর্মসূচি জেলা ব্যবস্থাপক আব্দুল কাদের, উপজেলা ব্যবস্থাপক আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডর সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ ইমাম, নিকাহ রেজিষ্টার(কাজী),সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স/শ