মোহনপুরে মশক নিধন অভিযান শুরু

মোহনপুর প্রতিনিধি: ‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় ৫ দিনব্যাপী মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করা হযেছে। বৃহস্পতিবার এর উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজীদা রহমান রিক্তা, সমবায় কর্মকর্তা আব্দুল হাকিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তৌাহিদুর রহমান,সহকারী অধ্যাপক ডিএম শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি শিক্ষার্থীবৃন্দ।

শেষে মশার বংশ বিস্তার রোধে উপজেলা পরিষদ চত্বরে অতিথিবৃন্দ চেয়ারম্যানসহ আব্দুস সালামের নেতৃত্বে ড্রেন, কচু বন ও ঝোপ-ঝাড় পরিস্কার করা হয়।

স/শা