মোহনপুরে বন্যা কবলিত এলাকার পরিদর্শণ করলেন শফিকুল হক মিলন

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরের ভাঙ্গা বেড়িবাঁধ ও বন্যা কবলিত এলাকা পরির্দশণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।

জানা গেছে, গত তিন দিনের টানা বর্ষণ মোহনপুর উপজেলা ধূরইল ঘাসিগ্রাম ইউনিয়নের তানোর সীমানার এলাকার শীব ও বারনই নদীর বেডিবাঁধ ভেঙ্গে হু-হু করে পানি ঢুকতে থাকে। এতে হাজার হাজার বিঘা জমির ধান,সবজি ক্ষেত,পুকুর,পান বরজ তলিয়ে য়ায়। ভাঙ্গাবাঁধ দিয়ে বন্যার পানি ঢুকে পড়েছে।

সোমবার বিকালে উপজেলার ধূরইল ইউনিয়নের ভীমনগর শীব নদীর বাঁধের ধার ৩০ মিটার ভেঙ্গে যায়। ওই ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে গ্রাম গুলোতে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, নওহাটা পৌর মেয়র মকবুল হোসেন,ধূরইল ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, অধ্যক্ষ গিয়াস উদ্দিন,অধ্যাপক মফিজুর রহমান মধু, জাকির হোসেন বকুল, যুবদলের সভাপতি বাচ্ছু রহমান, কৃষক দলের সাধারন সম্পাদক রইচ উদ্দিন,সহ-সভাপতি প্রভাষক মতিউর রহমান, ইউপি যুবদলের সভাপতি উজ্জ্বল হোসেন ,তাজউদ্দিন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক,মতিউর রহমান,আঃ রাজ্জাক,মোতলেবুর রহমান মিনু, কেশরহাট পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান,শাহিনুর রহমান,তুষার প্রমুখ।
স/শ