মোহনপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালন

মোহনপুর প্রতিনিধি:“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ-সবল মেধাবী জাতি”শ্লোগান সামনে রেখে মোহনপুর উপজেলা প্রানি সম্পদ অধিপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালন করা হয়।
আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুর হক। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, ভেটেরিনারী সার্জন সোহেল রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেল প্রমুখ।

 

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে বিভিন্ন বিদ্যালয়ের সাধারন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ানো,বিনা মূল্যে প্রাণিজ চিকিৎসা,কৃমিনাশক ঔষুধ,টিকা প্রদান,কৃত্রিম প্রজনন ব্যবস্থাপনা ও ঘাস বিতরন।