মোহনপুরে খানা তথ্যভাণ্ডার শুমারির স্থায়ী কমিটির সভা

মোহনপুর প্রতিনিধি:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড (এনএইচডি) ডাটাবেজ প্রকল্পের আওতায় জাতীয় খানা তথ্যভাণ্ডার শুমারীর মোহনপুর উপজেলা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকাল সাড়ে দশটায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়াল-উল-হালিমের সভাপতিত্বে বিষয়বস্তু উপস্থাপন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরাদ হোসেন। তিনি বলেন, খানা তথ্যভাণ্ডার দেশের আর্থ-সামাজিক চিত্র ও উন্নয়ন অগ্রগতি সর্ম্পকে পরিপূর্ণ ধারণা পেতে সহায়তা করবে; যা বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণে প্রয়োজনীয় সহায়ক তথ্য হিসেবে ব্যবহৃত হবে। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। এ সময় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের উদ্যোগে দেশের সকল থানার আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্যভাণ্ডার তৈরী করা হবে। এ লক্ষ্যে রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের সকল জেলায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে।

স/শা