মোহনপুরে উৎসবমূখর পরিবেশে দেখানো হলো প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

মোহনপুর প্রতিনিধি:
উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে মোহনপুরে দেখানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের সাথে সরাসরি ভিডিও কনফারেন্স। এ উপলক্ষে জনসমাবেশে বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধান মন্ত্রী প্রতিকৃতিসহ ব্যনার,ফেস্টুন, মাদক বিরোধী ব্যানার ও উন্নয়নের ব্যানার ছিল চোখে পড়ার মতো।

 
শনিবার বিকেলে মোহনপুর উপজেলা চত্বরে উপজেলা প্রসাশনের আয়োজনে সন্ত্রাস,জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টি ও নাশকতা  প্রতিরোধের লক্ষ্যে ভিডিও কনফারেন্সটি দেখোনো হয়।

 
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ,বানেছা বেগম, উপজেলা আওয়ামীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম পি.পি, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির,অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।

 
আরও উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার মোখলেসুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফজলুর হক, কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন,মৎস্য কর্মকর্তা ড.আমিমুল এহ্সান, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, খাদ্য নিয়ন্ত্রক পারভীন, স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা গৌতম কুমার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকিন, সিনিয়র সহ-সভাপতি দিলীপ কুমার তপন প্রমূখ।

 
উপস্থিত ছিলেন, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, বাকশিমইল ইউপি আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, শাহীন সাগরসহ বিভিন্ন  পেশাজীবিরা।

 
উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ এবং কেশরহাট পৌরসভাসহ প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়।
স/শ